101. সূরা কারেয়া - Surah Al-Qari'a মক্কায় অবতীর্ণ - Ayah 11

Quraan Shareef

101. সূরা কারেয়া - Surah Al-Qari'a মক্কায় অবতীর্ণ - Ayah 11

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!

অর্থ (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"

اَلْقَارِعَةُۙ(1,)

উচ্চারণঃ আল কা-রি‘আহ।

অর্থ: করাঘাতকারী,


مَا الْقَارِعَةُۚ(2)

উচ্চারণঃ মাল কা-রি‘আহ।

অর্থ: করাঘাতকারী কি?


وَ مَاۤ اَدْرٰىكَ مَا الْقَارِعَةُؕ(3)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।

অর্থ: করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?


یَوْمَ یَكُوْنُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوْثِۙ(4,)

উচ্চারণঃ ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।

অর্থ: যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত


وَ تَكُوْنُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوْشِؕ(5,)

উচ্চারণঃ ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।

অর্থ: এবং পর্বতমালা হবে ধুনীত রঙ্গীন পশমের মত!।


فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِیْنُهٗۙ(6,)

উচ্চারণঃ ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।

অর্থ: অতএব যার পাল্লা ভারী হবে,


فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍؕ(7,)

উচ্চারণঃ ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।

অর্থ: সে সুখীজীবন যাপন করবে।


وَ اَمَّا مَنْ خَفَّتْ مَوَازِیْنُهٗۙ(8,)

উচ্চারণঃ ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ

অর্থ: আর যার পাল্লা হালকা হবে,


فَاُمُّهٗ هَاوِیَةٌؕ(9,)

উচ্চারণঃ ফাউম্মুহূহা-বিইয়াহ।

অর্থ: তার ঠিকানা হবে হাবিয়া।


وَ مَاۤ اَدْرٰىكَ مَاهِیَهْؕ(10,)

উচ্চারণঃ ওয়ামাআদরা-কা মা-হিয়াহ।

অর্থ: আপনি জানেন তা কি?


نَارٌ حَامِیَةٌ۠(11),

উচ্চারণঃ না-রুন হা-মিয়াহ।

অর্থ: প্রজ্জ্বলিত অগ্নি!

Quraan Shareef  | privacy policy

Post a Comment

নবীনতর পূর্বতন