Quraan Shareef
97.সূরা কদর - Surah Al-Qadr!
মক্কায় অবতীর্ণ - Ayah 5
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রাহিম!
অর্থ: (শুরু করছি আল্লাহর নামে') যিনি পরম করুণাময়!, অতি দয়ালু।"
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِۚۖ(1,)
উচ্চারণঃইন্নাআনঝালনা-হু ফী লাইলাতিল কাদর।
অর্থ: আমি একে নাযিল করেছি শবে-কদরে।
وَ مَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِؕ(2)
উচ্চারণঃ ওয়ামাআদরা-কা-মা-লাইলাতুল কাদর।
অর্থ: শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
لَیْلَةُ الْقَدْرِ ﳔ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕؔ(3,)
উচ্চারণঃ লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর।
অর্থ: শবে-কদর হল এক হাজার! মাস অপেক্ষা শ্রেষ্ঠ।
تَنَزَّلُ الْمَلٰٓىٕكَةُ وَ الرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ-مِنْ كُلِّ اَمْرٍۙۛ(4)
উচ্চারণঃ তানাঝঝালুল মালাইকাতুওয়াররুহু ফীহা-বিইযনি! রাব্বিহিম মিন কুল্লি আমর।
অর্থ: এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগন ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে;।
''سَلٰمٌ ﱡ هِیَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ۠(5,)
উচ্চারণঃ ছালা-মুন হিয়া হাত্তা-মাতলা‘ইল ফাজর।
অর্থ: এটা নিরাপত্তা, যা ফজরের! উদয় পর্যন্ত অব্যাহত থাকে।