মুহাম্মাদের মৃত্যুর পড় তার উত্তরাধিকার নিয়ে! মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়!। মুহাজির ও আনসাররা! নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল"। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভীত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা! নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে! আলোচনা শুরু করে"। এরপর আবু বকর!, উমর ও আবু উবাইদা ইবনুল জাররাহ! এখানে আসেন"। সভার আলোচনায় এক পর্যায়ে উমর ইবনুল খাত্তাব" আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন ও আবু উবাইদাহ ইবনুল জাররাহও তাড় অণুসরণ করেন। এরপর বাকিরাও আবু বকরকে! নেতা হিসেবে মেনে নেয়। সুন্নিরা তাকে (খলিফাতুর রাসুল) বা "আল্লাহর রাসুলের উত্তরাধিকারী!" বলে সম্মান করে থাকে !! তবে শিয়ারা আবু বকর কে! বৈধ খলিফা বলে ু স্বীকার করে না"। শিয়া মতাদর্শ অনুযায়ি আলি ইবনে আবি তালিব" প্রথম! খলিফা হিসেবে যোগ্য।
আরো পড়ুন......